专业歌曲搜索

Baba Tumi Amar Beche Thakar Karon - Tanveer Evan.mp3

Baba Tumi Amar Beche Thakar Karon - Tanveer Evan.mp3
[00:00.00] 作词 : Tanjib So...
[00:00.00] 作词 : Tanjib Sowrov
[00:01.00] 作曲 : Tanveer Evan
[00:09.61]আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে
[00:15.54]তুমি জীবনের পথ চলা,
[00:19.46]নিজে না খেয়ে তুমি খাওয়ালে
[00:25.75]শেখালে কথা বলা।
[00:28.98]বাবা তুমি আমার
[00:33.45]যত খুশির কারন,
[00:37.89]বলো তোমার মতো
[00:42.54]করবে কে শাসন।
[00:46.36]বাবা তুমি আমার
[00:50.85]বেঁচে থাকার কারন,
[00:55.33]নেই তোমার মতো
[01:00.09]কেউ এতোটা আপন।।
[01:21.01]দু পা, দু পা এগিয়ে
[01:25.29]তোমার হাত ধরে,
[01:28.61]পথ চলতে শিখেছি।
[01:33.72]জানি না কতোটা বাধা
[01:38.28]তুমি একা সয়েছো,
[01:42.10]বূঝতে দাও নি কিছু।
[01:46.99]আজ আমি হয়েছি বড়
[01:51.52]নিজের মতো করে বুঝি সবই,
[01:56.70]অজান্তে কত কি ভুল করেছি,
[02:02.13]তুমি ক্ষমা করো আমায়।
[02:05.10]বাবা তুমি আমার
[02:09.52]যত খুশির কারন,
[02:14.22]বলো তোমার মতো
[02:18.91]করবে কে শাসন।
[02:22.56]বাবা তুমি আমার
[02:27.13]বেঁচে থাকার কারন,
[02:31.90]নেই তোমার মতো
[02:36.42]কেউ এতোটা আপন।।
展开